
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভি অনুসারীদের আয়োজনে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে এবারের ইজতেমায় মোট তিনজন মারা গেছেনlশুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাবলীগ জামাত বাংলাদেশের নিজামুদ্দিন অনুসারীর মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এই তথ্য জানান। তিনি আরও জানান, নিহত আব্দুল আজিজের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ এলেম শেখ।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছে। বিদেশি মেহমানদের আগমন এখনও চলমান আছে।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি
তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।
তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থিদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থিদের বিশ্ব ইজতেমা শুরু হয়।
0 Comments